Admission Procedure

                                             

                                    ।।প্রবেশপ্রক্রিয়া।।

                                              রামকৃষ্ণ মঠ বিবেকানন্দ বেদ বিদ্যালয়

২০২৪-২৫ শিক্ষাবর্ষে ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি

১) www.rkmveda.org – এই ওয়েবসাইটে প্রদত্ত আবেদনপত্র অনুযায়ী online আবেদন করতে হবে।
২) আবেদন করার শেষ তারিখ : ২১ মে ২০২৪ ।
৩) ভর্তি পরীক্ষার তারিখ :  ২৩ মে ২০২৪(বৃহস্পতিবার)
৪) ভর্তির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫)  লিখিত পরীক্ষার জন্য স্থান- রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির। সময় সকাল ১০টা।
৬) লিখিত পরীক্ষার বিষয় – ইংরেজি (ব্যাকরণ, অনুবাদ ও অশুদ্ধি-সংশোধন) এবং সংস্কৃত (শব্দরূপ ধাতুরূপ ও সন্ধি)।
৭) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রদের একই দিনে মৌখিক পরীক্ষা হবে।
৮) পরীক্ষার তারিখ ২৩ মে ২০২৪(বৃহস্পতিবার)সকাল ১০ টা। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে উপস্থিত থাকতে হবে।
৯) আবেদনকারী ছাত্রের মাধ্য়মিকের প্রগতিপত্রের প্রতিলিপি পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে।
১০) আসন সংখ্যা সীমিত হওয়ায় ছাত্রদের যথাশীঘ্র আবেদন করতে হবে।
১১) বিদ্যালয়ের ঠিকানা : বিবেকানন্দ বেদ বিদ্যালয়, বেলুড় মঠ, হাওড়া, ৭১১ ২০২(বেলুড় মঠ ফেরিঘাটের দক্ষিণ দিকে)। মোবাইল নম্বর – 8273162190।
১২) ভর্তির জন্য যোগ্য ছাত্রদের বেদ বিদ্যালয়ে যোগদানের তারিখ যথাসময়ে জানানো হবে।
১৩) Online ফর্ম ফিলাপ মোবাইলের মাধ্যমেও করা যাবে।
ক) www.rkmveda.org – এই ওয়েবসাইট ওপেন করতে হবে।
খ) তারপর ওয়েবসাইটটা খুললে উপরের দিকে Navigation বলে একটা অপশন থাকবে ওটা ক্লিক করতে হবে।
গ) ক্লিক করলে Admission অপশন আসবে এবং ক্লিক করতে হবে। ক্লিক করে Apply Online – এ ক্লিক করতে হবে। তারপর ফর্মটা ওপেন হলে সবগুলো পূরণ করে নিচে সাবমিট করে দিতে হবে।